ভারতীয় তীর খেলার অপরাধে কানাইঘাটে তিনজনকে সাজা ও জরিমানা
কানাইঘাট প্রতিনিধি: ভারতীয় তীর খেলার অপরাধে কানাইঘাট থানা পুলিশ গত সোমবার উপজেলার ছোটদেশ নয়াবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। ধৃতরা হলো কানাইঘাট সদর ইউনিয়নের চটিগ্রামের রশিক বিশ্বাসের ছেলে রবীন্দ্র বিশ্বাস,আগ্রীপাড়া গ্রামের পুত্র আনিছুল হকের পুত্র আলিম উদ্দিন (২০) ও শ্রীপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র ফরিদ উদ্দিন (৩০)। আটককৃতদের গতকাল মঙ্গলবার থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে হাজির করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিনমাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রবীন্দ্র বিশ্বাস ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করে অব্যাহতি পেলেও আলিম উদ্দিন ও ফরিদ উদ্দিনকে থানা পুলিশের মাধ্যমে সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, তীর খেলা বন্ধে ইতিমধ্যে পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে পরবর্তী মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি ও জেল জরিমানা করা হয়েছে। জড়িত অনেককে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। তীর খেলা বন্ধে তিনি পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজ সচেতন ব্যক্তিবর্গ ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন।