সাংবাদিক মুমতাজের মুক্তির দাবী জানিয়েছে,জকিগঞ্জ কর্মরত সাংবাদিকরা
জকিগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক মানবজমিন পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদকে কথিত মিথ্যা মামলায় আটকরের তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন জকিগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মরত সাংবাদিকরা দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃর্শত মুক্তির দাবী জানিয়ে বলেন পুলিশের পরিকল্পিত ও সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের সাংবাদিক সমাজের সাথে একাত্বতা পোষন করে চৌধুরী মুমতাজের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা নাটককে প্রত্যাখান করেছে জকিগঞ্জের কর্মরত সাংবাদিকরা। নিন্দা জ্ঞাপন ও মুক্তির দাবী জানিয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ মালেক চৌধুরী, সহ সভাপতি ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি এম আব্দুল¬াহ আল মামুন, সাধারন সম্পাদক ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আবুল খায়ের চৌধুরী, দৈনিক সিলেটের ডাক ও ইনকিলাব প্রতিনিধি বদরুল হক খসরু, দৈনিক সমকাল ও যুগভেরী প্রতিনিধি শ্রীকান্ত পাল, দৈনিক আমারদেশ ও জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, সাপ্তাহিক জকিগঞ্জ কানাইঘাটের ডাক সম্পাদক র্মোশেদ লস্কর, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি অপূর্ব পাল, , সিলেট বাণী প্রতিনিধি আল হাছিব তাপাদার, জকিগঞ্জ বার্তা ডট কমের সম্পাদক এনামুল হক মুন্না, দৈনিক কাজির বাজার সংবাদদাতা নাজিম উদ্দিন প্রমূখ।