কৃষক নেতা শাহিদ আলীর জামিনে মুক্তি
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সাহেব বাজার আঞ্চলিক শাখার যুগ্ম আহবায়ক শাহিদ আলী গতকাল ২১ আগষ্ট জামিনে মুক্তি পেয়েছেন। কালাগুল চা বাগান ব্যবস্থাপকের অনুগত বুধন কুর্মি নামক বাদির দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিমানবন্দর থানা পুলিশ গত ২৬ জুলাই সাহেব বাজার থেকে পুলিশ গ্রেফতার করে। বুধন কুর্মির দায়েরকৃত মামলা থেকে জামিন লাভ করলে কালাগুল চা বাগান ব্যবস্থাপক প্রদিপ বার্মা ও তার অনুগত লেবেন নায়েক সহ মোট ৪টি মামলায় তাকে জড়ানো হয়। দায়েকৃত সকল মামলায় আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে গত কাল বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির পর কৃষক সংগ্রাম সমিতি সাহেব বাজার আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং বিকালে সাহেব বাজারে শতাদিক কৃষক এক মিছিল করে। একই মামলায় কৃষক সংগ্রাম সমিতির সিলেট জেলা আহবায়ক নূরুল ইসলাম মকবুল ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক দাসকে জড়ানো হয়। রূপক দাস জামিনে থাকলেও নূরুল ইসলাম মকবুল এখনও কারাগারে আটক রয়েছেন। বিজ্ঞপ্তি