জাপা এখন মহাজোটের অংশীদার নয় : এমপি সেলিম উদ্দিন
জকিগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পার্টি এখন জাতীয় সংসদের বিরোধীদল মহাজোটের অংশীদার নয়। দেশের উন্নয়নের স্বার্থে সরকার ও বিরোধীদলের সমন্বয়ে দেশ পরিচালনা হচ্ছে। কিন্তু সরকারের ভালো কাজের প্রশংসা করবে জাপা আর মন্দ কাজের বিরোধীতা করে জনগনের অধিকার নিশ্চিত করতেও বদ্ধপরিকর জাপা। গতকাল শনিবার উপজেলার সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সংর্বধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এমপি সেলিম উদ্দিন এসব কথা বলেন। তিনি স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিজ্ঞাঁনময় বিশ্বে বিজ্ঞাঁন বিষয়ে শিক্ষা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করতে হবে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ আব্দুল খালিকের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হালিমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুশ শহীদ লস্কর বশীর, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ময়নুল হক, রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হেলাল লস্কর, সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, আব্দুছ ছালাম, সাবেক ইউপি সদস্য মুদরিছ আলী, আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন, ওয়াহিদুর রহমান হারুন, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন মুক্তা, জাপা নেতা শামিম আহমদ, জকিগঞ্জ ইউপি জাপার সাধারন সম্পাদক শাহাব উদ্দিন সাবু, পৌর ছাত্র সমাজ আহবায়ক শাহারিয়া রহমান অমিত প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন আহমদুল কবির, মানপত্র পাঠ করেন শিক্ষার্থী বর্ষা বিনতে জাকির ও তাহমিনা আক্তার হাসি। অনুষ্টানের শুরুতে কোরআন পাঠ করেন জুবায়ের আহমদ মাহিন।