জকিগঞ্জে সাংবাদিক, আওয়ামীলীগ নেতাকর্মী জড়িয়ে পুলিশের চার্জশীট
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে সাংবাদিক ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী জড়িয়ে প্রকৃত আসামীদের বাদ দিয়ে তদন্ত ছাড়াই বহুল আলোচিত একটি মিথ্যা মামলার চার্জশীট গত শনিবার জকিগঞ্জ জুডিসিয়াল ম্যজিষ্ট্রিট আদালতে জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকতা এসআই শরীফ। গত ২৯ মে জকিগঞ্জ সেটেলন্টে অফিসে ভূমি নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে শুনানী চলাকালে সংর্ঘষের ঘটনায় জকিগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সিলেট বানী পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার ও সংর্ঘষের আপোষ মধ্যেস্থতাকারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদসহ যুবলীগ, ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আসামী করে সেটেলন্টে অফিসের কতিপয় দালালদের ইন্দনে প্রকৃত আসামীদের বাদ দিয়ে কামিল আহমদ নামের একজন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। শনিবার আলোচিত এ মামলার তদন্ত ছাড়াই তদন্তকারী কর্মকতা এসআই শরীফ দৈনিক সিলেট বানীর প্রতিনিধি আল হাছিব তাপাদার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদসহ যুবলীগ, ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে জড়িয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। অভিযোগ রয়েছে আওয়ামীলীগ নামধারী কথিত এক নেতা সেটেলমেন্ট অফিসের দালালদের পক্ষ নিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে তড়িগড়ি করে চার্জশীট আদালতে জমা দেয়ার তদবির করেন। তিনি বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী সর্মথিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করে বিএনপি জামায়াতের বিজয় নিশ্চিত করেন। তিনি সর্বসময় আওয়ামীলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেতাকর্মীকে পুলিশ দিয়ে হয়রানি করান। নাম না প্রকাশ শর্তে আওয়ামীলীগের একজন সিনিয়র নেতা জানান আওয়ামী নামধারী কথিত এক নেতা জকিগঞ্জ সেটেলমেন্ট অফিস থেকে ইন্টারেষ্ট প্রাপ্ত এই অফিসের ঘূষ দূর্নীতির প্রতিবাদ করলে তিনি ক্ষুব্দ হয়ে সাধারন মানুষের বিপক্ষে আবস্থান নেন এবং বিএনপি জামায়াত, নেতাকর্মীদের ও দালালচক্রের পক্ষ নিয়ে তিনি তদবিরে ব্যস্ত থাকেন।
এদিকে সাংবাদিক আল হাছিব তাপাদার কে জড়িয়ে চার্জশীট দাখিলের তীব্র নিন্দা জানিয়েছেন জকিগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। নিন্দা জ্ঞাপন করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক সিলেটের ডাক পত্রিকার নিজস্ব সংবাদদাতা বদরুল হক খসরু, প্রেসক্লাব সাধারন সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি আবুল খায়ের চৌধুরী, প্রেসক্লাব সহ.সভাপতি কালের কন্ঠে প্রতিনিধি এম. আব্দুল¬াহ আল-মামুন, প্রেসক্লাব অর্থ সম্পাদক সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, উত্তরপূর্ব প্রতিনিধি অপূর্ব পাল, মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, কাজির বাজার সংবাদদাতা নাজিম উদ্দিন প্রমূখ। কর্মরত সাংবাদিকরা আল হাছিব তাপাদারের উপর থেকে হয়রানিমূলক মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।