ইফতারী খাওয়া হলনা ফাহিজার – মেহদীর রং মোছার আগেই জীবন দিতে হলো
দক্ষিণ সুরমা সংবাদদাতাঃ দক্ষিণ সুরমার খোজারখলা এলকার গৃহবধু ফাইজার শুক্রবার ইফতারী আসার কথা। কুচাই ইউনিয়নের ৪মাইল এলাকা থেকে ফাইজার বাবা ইফতারী নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ খবর আসলো ফাইজা নেই। মুহুর্তের মধ্যেই ইফতারের সব আয়োজন ভেঙ্গে গেল। মাস খানেক আগে বিয়ে হওয়া ফাইজার হাতের মেহদীর রং মোছার আগেই জীবন দিতে হলো কেন? মেয়ের বাড়িতে ইফতার না নিয়ে মেয়ের লাশ বহনের শোকে বার বার দুমড়ে মুছড়ে পড়েন ফাইজার বাবা খারুক মিয়া। শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমা থানা পুলিশ খোজারখলাস্থ সুমন আহমদের স্ত্রী ফাইজা বেগম (১৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।ফাহিজার স্বামীসহ তার পরিবারের ৪ জনকে আটক করা হয়েছে।
খোজারখলাস্থ ফাইজার স্বামীর বাড়ি লোকজন জানান, ফাইজার বাবার বাড়ি থেকে আজ ইফতার আসার কথা সারা রাত কাজ শেষে সেহরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। ফাইজা ঘুম থেকে উঠছে না দেখে দুপুর ১২টায় তাকে ডাকতে যাওয়া হয়। ঘরের ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বাড়ির লোকজন দরজা ভেঙ্গে দেখেন ঘরের তীরের সাথে ফাইজার ঝুলন্ত লাশ। এ সময় ফাইজার স্বামী ঘরে ছিলেন না। এ ঘটনাটি জানানো হয় দক্ষিণ সুরমার কুছাই ইউনিয়নের ৪মাইল এলাকা থেকে ফাইজার বাবার বাড়িতে। দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরসালিন জানান খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ফাহিজার স্বামীসহ তার পরিবারের ৪ জনকে আটক করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলেছে।