নবীগঞ্জে নারী নির্যাতন মামলার তদন্ত শেষে পুলিশ ফিরে আসলে পুনঃহামলা
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে এক স্কুল শিক্ষিকার নারী নির্যাতন মামলার তদন্ত শেষে পুলিশ চলে আসার পর পুনরায় বাদীর আত্মীয়স্বজনের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের হামলায় আহত রুহিন আহমদ, জহুর উদ্দিন,খুদিজা বেগম,আমিনা বেগমকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানাযায়,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়াস্থ গ্রামের জহুর উদ্দিনের মেয়ে স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক ফয়জুন বেগমকে একই গ্রামের ফিরোজ আলী,শাহ আলম,ছোটন মিয়া পূর্ব বিরোধের জের ধরে স্কুলে যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে নির্যাতন করলে ফয়জুন বেগম বাদী হয়ে উল্লেখিত লোকদেরকে আসামী করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার বিষয়টি তদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশকে দায়িত্ব প্রদান করেন। গত রবিবার বিকালে তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার এস আই সুধীন দাশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শেষে ঘটনাস্থ ত্যাগ করার পর পরই প্রতিপক্ষের ফিরোজ মিয়া,মস্তফা মিয়া,শাহ আলম,জাহির আলী,ছোটন মিয়া গংরা আদালতে মামলা করার অপরাধে স্কুল শিক্ষিকা ফয়জুন বেগমের আত্মীয়স্বজনের উপর হামলা চালায়। এতে উল্লেখিত লোকজন আহত হয়। হামলাকারীরা এ সময় তাদের দোকানে থাকা কম্পিউটার ভাংচুর করে নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে ঐদিনই ফয়জুন বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।