কাউন্সিলর সমর্থকদের সাথে পুলিশের ধাওয়ার ঘটনায় মামলা
সুরমা টাইমসঃ নগরীর চৌকিদেখিতে কাউন্সিলর সমর্থকদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটক ১০জনকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
মঙ্গলবারের এ ঘটনায় আটক ১২জনর মধ্যে ফরহাদ চৌধুরীর বড় ভাই সোয়েব চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের জিম্মায় এবং ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জিম্মায় রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীমের উপর থেকে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে চৌকিদেখিতে মিছিল সমাবেশ করার আয়োজন করা হয়। ওই সময় কাউন্সিলরের সমর্থকরা মিছিল নিয়ে আসার পথে চৌকিদেখিস্থ পেট্রোল পাম্পের সামনে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে কাউন্সিলর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় ১২ জনকে আটক করে।