উপশহরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তিনশিশু আহত
সুরমা টাইমস রিপোর্টঃ বল ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে তিন শিশুকন্যা আহত হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে স্প্রিন্টারের আঘাত লেগেছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে নগরীর উপশহর সৈদানীবাগ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো সৈদানীবাগের শরীফ উদ্দিনের কলোনির বাসিন্দা ফটিক মিয়ার মেয়ে নাইমা বেগম (১১), আরজু মিয়ার মেয়ে তাহিয়া বেগম (৭) ও আফাজ উদ্দিনের মেয়ে আইরিন আক্তার শাপলা (৫)। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও ককটেলের উৎসের ব্যাপারে খোঁজ খবর নেয়। এদের মধ্যে শাপলার অবস্থা আশঙ্কজনক বলে ওসমানী মেডিকেল সূত্রে জানা গেছে। খবর পেয়ে সিলেট মেট্টোপলিটনের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মুশফিক আহমদ, অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা, ও শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, সৈদানীবাগের সৈয়দ শরীফ উদ্দিনের মালিকানাধীন একটি কলোনিতে ক্রিকেট বল ভেবে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেল নিয়ে খেলা করছিল কলোনির শিশুরা। একপর্যায়ে ককটেলটি বিস্ফোরিত হলে তিন শিশু আহত হয়। শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্প্রতি কলোনি ছেড়ে যাওয়া এক ভাঙাড়ি ব্যবসায়ীর ঘর থেকে ককটেলটি শিশুরা কুড়িয়ে পেয়ে থাকতে পারে। তার পরও ককটেলের উৎসের সন্ধ্যান করা হচ্ছে।