দেওকলস ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের ৩৯ লক্ষ ৪২ হাজার ২শত ২টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট (২০১৪-১৫) প্রস্তুতি বিষয়ক উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিপ ট্রাস্ট এর সহযোগীতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বাজেট পেশ করেন দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রিপ ট্রাস্ট সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক জিল¬ুর রহমান জয়, ইউপি সদস্য খায়রুল আমিন আজাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. কামাল মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাবুল মিয়া, আব্দুল বারী, সয়দুল ইসলাম, কাচা মিয়া, আব্দাল মিয়া, মতিউর রহমান, দিলশাদ আহমদ, সদস্যা চৌধুরী শারমিন রহমান, হামিদা বেগম প্রমূখ।