শিল্পী হত্যা মামলার অন্যতম আসামি বেলাল গ্রেফতার
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে মুক্তিযোদ্ধার কন্যা শিল্পী হত্যা মামলার অন্যতম আসামি বেলালকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ বুধবার ভোর রাত ৩টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল আহমদ (৩২) সিলেট এয়ারপোর্ট এলাকার লাখাউরা গ্রামের মৃত মুরশিদ আলীর ছেলে। এর আগে পুলিশ মামলার প্রধান আসামি কয়েসকে গ্রেফতার করে। এনিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি ভোররাতে সিলেট এয়ারপোর্ট থানার লাখাউরা গ্রামে শিল্পী হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সিলেটের জালালাবাদ থানার মইয়াচর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোশাররফ হোসেনের মেয়ে শিল্পী বেগমের বিয়ে হয় এয়ারপোর্ট থানার লাখাউরা গ্রামের মৃত মুরশিদ আলীর পুত্র কয়েছ আহমদের সাথে। বিয়ের পর কয়েছ তার বড়ভাই বেলালসহ স্বামী পরিবারের লোকজন শিল্পির কাছে ১লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী পরিবারের লোকজন গত ২১ফেব্র“য়ারী ভোররাতে শিল্পিকে শ্বাসরোধ করে হত্যা করে তড়িঘড়ি করে কবর দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহত শিল্পির ভাই শহিদ আহমদ বাদী হয়ে শিল্পির স্বামী কয়েস আহমদ ও ভাসুর বেলাল আহমদসহ ৪জনকে এজাহারভুক্ত করে এয়ারপোর্ট থানায় একটি মামলা (নং-০৮(২)১৪) করেন। পুলিশ নিহতের স্বামী কয়েসকে গ্রেফতার করলেও হত্যার মূল পরিকল্পনাকারী বেলালসহ অন্যরা পলাতক থাকে। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বেলালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মামলাটি এয়ারপোর্ট থানার এসআই আব্দুল আলীম এর তদন্তে রয়েছে।