ছাত্রদল নেতা বেলালের যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা
অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্রদলকর্মীদের বিশ্বময় জনমত গড়ে তুলতে হবে
–মাহবুবুল হক চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট ল’কলেজের ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী সরকারের অপশাসনে দেশের মানুষ আজ বিক্ষুব্ধ। এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের পাশাপাশি বিশ্বময় জনমত গড়ে তুলতে শহীদ জিয়ার আদর্শে গড়া ছাত্রদল নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। রাজপথে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী মহানগর ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ বেলালের ভুমিকা সিলেট ছাত্রদল কৃতজ্ঞতার সহিত স্মরণ করবে। প্রবাসে গিয়েও জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করার জন্য আহবান জানাচ্ছি।
তিনি গতকাল রবিবার সিলেট মহানগর ও সিলেট পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ বেলাল এর যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সিনিয়র ছাত্রদল নেতা লোকমান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ তুহেল, জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মজিদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আবুল হাসিম জাকারিয়া, মহানগর ছাত্রদল নেতা ওসমান গনি। নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর ছাত্রদল নেতা সোহেল রানা, আকাশ আহমদ পলাশ, আব্দুল আহাদ সুমন, নুরুল হক খান রাজু, দিলদার হোসেন শামীম, রহমত হোসেন রাকিব, সেলিম মিয়া, আব্দুল করিম স্বপন, মিঠু দেব, আব্দুল আজিজ, মুক্তার আহমদ মুক্তার, রুমেল আহমদ, আবু সুফিয়ান রাজিব, হাফিজ আহকমদ সুমন, আব্দুল্লাহ আল হেলাল, চৌধুরী সোবহান আহমদ, সৈয়দ হাফিজুর রহমান হাফিজ, শাহাব উদ্দিন, আফজল হোসেন, এম.এন.এম তানভীর, আহমদ শাহীন, নুর উদ্দিন, সোহেল চৌধুরী, সিদ্দিকুর রহমান সোহাগ, নাজিব আহমদ, আবু আনাস সানি, ইমরান আহমদ শাহীন, এ. কয়েস আহমদ, শহীদুজ্জামান চৌধুরী, বেলাল আহমদ, সুমন তালুকদার, মো: ফুয়াদ আদনান, তানিম আহমদ, আব্দুল নাহিয়ান সাকিব, রুহেল আলী প্রমূখ। সংবর্ধিথ অতিথি হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইমতিয়াজ আহমদ বেলাল। উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।