বড়লেখায় টিলা ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু
বড়লেখা প্রতিনিধিঃ টানা দুদিনের ভারী বর্ষনের ফলে মৌলভীবাজার জেলার বড়লেখায় টিলা ধসে ঘরের নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহবাজপুর চা বাগানের শ্রমিক রাজেশ ধর (৩৫), স্ত্রী অঞ্জু ধর (২৮), শিশুকন্যা সীমা ধর (৮)। -স্থানীয় সূত্রে জানা যায়- ভারী বর্ষনের ফলে টিলার মাটি গলে গিয়ে ভোররাতে ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা রাজেশ ধর, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে বড়লেখা থানাপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।