মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে ভুয়া এসএমএস
সুরমা টাইমস ডেস্কঃ দেশে অনেকের কাছে মালয়েশিয়ায় পাঠানোর ব্যাপারে ভুয়া এসএমএস পাঠানো হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।- এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য গত বছরের শুরুতে সারা দেশে নিবন্ধন শুরু হয়। পরে লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত হন ৩৬ হাজার ৩৪ জন। এর মধ্যে লটারির মাধ্যমে ১১ হাজার ৭৫৮ জনকে প্রথম দফায় যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে থেকে যখন যাঁদের নাম আসছে, তাঁরা মালয়েশিয়া যাচ্ছেন। এ পর্যন্ত আড়াই হাজার কর্মী মালয়েশিয়া গেছেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিএমইটির মাধ্যমে।
তবে লটারিতে সুযোগ পাননি এমন অনেকেই জানিয়েছেন, সম্প্রতি তাদের মোবাইলে এসএমএস আসছে। তাতে বলা হচ্ছে, ‘আপনাকে অভিনন্দন। আপনার মালয়েশিয়ার ভিসা এসেছে। ভিসা ফি ৪২ হাজার ৪০০ টাকা। ৪ মের মধ্যে টাকা জমা দেওয়ার অনুরোধ করা হলো। টাকা জমা দিন ইসলামী ব্যাংকের যেকোনো শাখায়। এরপর টাকা জমা দেওয়ার রসিদসহ ১৮ মে ঢাকা আসার অনুরোধ করা হলো। হিসাব নম্বর: বাংলাদেশ এজেন্ট এসি নম্বর ৩২৭০, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।’
‘এটি পুরোপুরি ভুয়া বার্তা। এটা দেখে কেউ যেন কোথাও টাকা জমা না দেয়।’ বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল ইসলাম মজুমদার।