তদন্ত ছাড়াই নিক্সনের স্ত্রীর লাশ নিলেন বাবা-মা
সুরমা টাইমস রিপোর্টঃ সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী মুনতারিন চৌধুরীর লাশ কোনো অভিযোগ না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই গ্রহণ করেছে তার পরিবার। মুনতারিনের বাবা-মা কানাডা থেকে ফিরে বৃহস্পতিবার লাশ গ্রহণ করেন বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘মেয়ের মুত্যুতে কোনো অভিযোগ নেই বলে তারা লিখিতভাবে জানিয়েছেন। একইসঙ্গে তারা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদনও করেন।’
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে মুনতারিনকে (৩৩) গুলশানের বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিক্সনের ব্যক্তিগত সহকারী জাহিদুর রহমান বলেন, ‘ছয়তলা বাসার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন মুনতারিন চৌধুরী।’
বাড়ির নিরাপত্তাকর্মী মো. মাসুদ বলেন, ‘ঝড়ের পর চারতলার বেলকনী থেকে পড়ে গিয়েছিলেন মুনতারিন।’
আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীর (লিটন চৌধুরী) ভাই নিক্সন চৌধুরী দশম সংসদে স্বতন্ত্র প্রার্থী হন ফরিদপুর-৪ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন তিনি। নিক্সন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে। নিক্সনের মাও প্রধানমন্ত্রীর ফুফাতো বোন। পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন।