সিলেটে চার বছরের শিশু ধর্ষন : ধর্ষক আটক
সুরমা টাইমস রিপোর্টঃ সদর উপজেলার খাদিমনগর বড়জান চা বাগান এলাকায় ধর্ষণের শিকার হযেছে চার বছরের এক শিশু । রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ধর্ষক কাজলকে (২২) আটক করেছে পুলিশ। সে ওই চা-বাগানের লেবার কোয়ার্টারের বাসিন্দা গওহর মিয়ার ছেলে। মঙ্গলবার বেলা ১ টার দিকে কাজল তার বাসগৃহে ধর্ষণের ঘটনা ঘটায়। এর সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জামান। তিনি জানান, ধর্ষক কাজল ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার সময ওই শিশুর আর্তচিৎকারে আশপাশের লোকজন কাজলকে আটক করে থানায খবর দেয় এবং শিশুটিকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে উপ পুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমদসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান ওসি।