ছাতকে সাংবাদিকদের সাথে সাবেক এমপি কলিম উদ্দিন মিলন’র মতবিনিময়
ফকির হাসান, ছাতক থেকেঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, অবৈধ সরকারের পতন ঘটাতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃনমুল পর্যায়ে আন্দোলন আরো বেগবান করতে দলকে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন। গ্র“পিং রাজনীতির উর্ধ্বে থেকে সাংগঠনিকভাবে দলের কেন্দ্রিয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণতন্ত্রের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগবাড়িস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি দলীয় নেতাকর্মীদের এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি মোশতাক আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামছুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচন ভিন্ন বিষয়। দলকে এগিয়ে নিতে সাংগঠনিকভাবে সকল নেতাকর্মী অভিন্ন উদ্দেশ্যে কাজ করে থাকে। পক্ষান্তরে রাজনৈতিক বড় দলগুলোতে নির্বাচনে অনেকেই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। দলীয় সমর্থন আদায় করতে দলের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ও জনপ্রিয়তা অর্জনের বিকল্প নেই। সকল পর্যায়ের নেতাকর্মীকে সরকার পতনের আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান তিনি। উপজেলা নির্বাচনে ছাতক-দোয়ারায় দলীয় প্রার্থীর পরাজয়ের কারন জানতে চাইলে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করে বলেন, প্রার্থীতা নিয়ে সমঝোতা না হওয়ায় ফলাফল অনুকুলে আসেনি। এ জন্য তিনি তৎকালিন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকেও দায়ি করেছেন। ভবিষ্যতে এ থেকে শিক্ষা নিয়ে দলের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে কাজ করার আহবান জানান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, উপজেলা বিএনপি নেতা রুহুল আমীন, সামছুর রহমান বাবুল, জাহেদুল ইসলাম আহবাব, হিফজুল বারী শিমুল, মনির উদ্দিন মেম্বার, সামছুদ্দিন, আবদুল আউয়াল, মেহেদী হাসান সোনা মিয়া, আলী হোসেন মানিক, ক্বারী আছকির আলী, আলা উদ্দিন, আকিল আলী, হানিফ আলী, যুবদল নেতা খায়ের উদ্দিন, রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবদুল হাই লিপু, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, গোলাম দস্তগীর জীবন প্রমুখ।
এ সময় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর-রশিদ, সদস্য বিজয় রায়, রেজাউল করিম, নুরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, আমিনুল ইসলাম আজির, ফটোসাংবাদিক আমির আলীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।