ছাতকে পুলিশের সাথে ডাকাত দলের বন্ধুকযুদ্ধ : ওসিসহ ১২জন আহত
ফকির হাসান ছাতক থেকে: সুনামগঞ্জের ছাতকে পুলিশ সাথে ডাকাত দলের বন্ধুক যুদ্ধে থানার ওসিসহ ১২জন আহত হয়েছে। সোমবার রাত ৩টায় ছাতক-সুনামগঞ্জ সড়কের বুকারভাঙ্গা নামক স্থানে এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৃর্ধর্ষ ডাকাত রাজুকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ১টি বাজার থেকে সোমবার সন্ধায় গ্রেফতার করে পুলিশ।
ডাকাত রাজুকে নিয়ে বুকারভাঙ্গা এলাকায় অন্য ডাকাতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে গেলে পুলিশের সাথে ডাকাত দলের গুলাগুলি শুরু হয়। ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ৪টি ককটেল ও এলোপাথারি গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল, ১টি পাইপগান, ২টি রামদা, ১টি ছুড়া, ৫ রাউন্ড বন্ধুকের গুলির খোশা উদ্ধার করে। ডাকাতদের হামলায় আহত পুলিশ সদস্যদের ছাতক সদর হাসপাতাল ও ডাকাত সর্দার রাজুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, ডাকাতদের সাথে পুলিশের ৩৪ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। ডাকাত রাজুর বিরুদ্ধে ছাতক, বিশ্বনাথ, দক্ষিণ সুনামগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।