কমলগঞ্জে সার, বীজ সংকট কৃষকদের দূর্ভোগ
নুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষকরা আউশ মৌসুমে বীজতলা তৈরীর পরও যথাসময়ে সার, বীজ পাচ্ছেন না। কৃষকরা সার-বীজের জন্য কৃষি অফিসে ধর্ণা দিচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয় সংসদ সদস্যের আনুষ্ঠানিক উদ্বোধনের দোহাই দিয়ে এক সপ্তাহ যাবত কৃষি বিভাগের গোদামে কৃষকদের জন্য আসা সরকারি সার, বীজ রক্ষিত থাকলেও বিতরণ করা যাচ্ছে না। তবে কোন কোন কৃষক সরকারীভাবে পাওয়া বীজ, সারের অপেক্ষা না করে গৃহের ও বীজ ঘর থেকে বীজ সংগ্রহ করে বীজতলা তৈরী করছেন।
জানা যায়, চলতি আসন্ন আউশ মৌসুমে কমলগঞ্জ উপজেলায় ১৭শ’ কৃষকের মধ্যে মাথাপিছু ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও নগদ ৩শ’ টাকা হারে বিতরণ করা হবে। কৃষকদের জন্য বিতরণকৃত এসব বীজ, সার ও নগদ টাকা গত এক সপ্তাহ পূর্বে উপজেলা কৃষি বিভাগের গোদামে জমা হয়েছে। আউশ চাষীরা আবহাওয়া অনুকূলে থাকায় বীজ তলা তৈরী করে কৃষি বিভাগের মাঠ কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসে গিয়ে ধর্ণা দিয়েও সার, বীজ পাচ্ছেন না। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জ কৃষি অফিসের একজন কর্মকর্তা জানান, গত সপ্তাহে ১৭শ’ কৃষকের জন্য সার, বীজ ও নগদ টাকা এসে জমা হয়েছে। তবে স্থানীয় এমপি মহোদয় না আসার কারণে এগুলো বিতরণ করা সম্ভব হচ্ছে না।