বালাগঞ্জে সমাজসেবী আরমান আলীর ইন্তেকালঃ দাফন সম্পন্ন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহর পিতা, দেওয়ানবাজার ইউনিয়নের প্রবীণ মুরুব্বী, সমাজসেবী আরমান আলী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।- শনিবার সকাল সাড়ে ৬টার সময় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমাস্থ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ছেলে ৪মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
একই দিন বাদ আসর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযায় সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক, মহানগর জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হাফিজ আব্দুল হাই হারুন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, নেছাওর আহমদ, হুসাইন আহমদ শামীম, সাবেক মেম্বার ইলিয়াস মিয়া, মুজিবুর রহমান মুজিব, কনর মিয়া, আওয়ামীলীগ নেতা হুমায়ুন রশিদ চৌধুরী, নাছির উদ্দিন, এমএ মালেক, মিজানুর রহমান পংকি, আলফু মিয়া, বিএনপি নেতা কামাল আহমদ, গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রহমান, সমাসেবী মো. সুরুজ আলী মাজন, বালাগঞ্জ থানা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, ছাত্রলীগের সহ সভাপতি খন্দকার সালেহ, সাধারণ সম্পাদক তুহিন মনসুর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এসএম হেলাল, কলুমা আব্দুল গফুর একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক মো. চুনু মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক। উক্ত জানাযার নামাজের ইমামতি করেন আল্লামা নুরুল ইসলাম (বিশ্বনাথী হুজুর)।