প্রবীণ শিক্ষক ও সমাজসেবী বাবু নয়ান চন্দ্র বিশ্বাস-এর পরলোকগমন কাশ্যপ কল্যাণ পরিষদের শোক প্রকাশ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শ্রীধরপুর নিবাসী প্রবীণ প্রধান শিক্ষক ও বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু নয়ান চন্দ্র বিশ্বাস ৬ মার্চ ’১৪ ইং রোববার রাতে সিলেট হাসপাতালে পরলোকগমন করেছেন। (দিব্যান লোকান স্ব গচ্ছতু) মৃত্যুকালে তার বয়স ছিল ৬৪ বৎসর। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন একনিষ্ঠ আদর্শ শিক্ষক ও সজ্জন সমাজসেবক ব্যক্তি ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকাসহ কাশ্যপ কল্যাণ পরিষদের সর্বস্তরের শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা, শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও তাঁর স্বর্গবাসের জন্য শোক সহ প্রার্থনা করেছেন কাশ্যপ কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় শাখা, সিলেট জেলা শাখা, সুনামগঞ্জ জেলা শাখা এবং বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি