চোখে বালি ছিটিয়ে স্কুল শিক্ষিকার স্বর্ণের কানের দোল ছিনতাই
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: কর্মস্থলে যাওয়ার পথে কানাইঘাটে এক স্কুল শিক্ষিকার পথরোধ করে চোখেমুখে বালি ছিটিয়ে কানের স্বর্ণের দোল ছিনিয়ে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে কানাইঘাট শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পৌরসভার নয়াখলা গ্রামের জয়ন্ত চক্রবর্তীর স্ত্রী অঞ্জনা ভট্টাচার্য (২২) বাড়ী থেকে স্কুলে যাচ্ছিলেন। এসময় শিবনগর গ্রামের আঙ্গুর মাষ্টারের বাড়ীর পাশে আশা মাত্র পার্শ্ববর্তী শ্রীপুর গ্রামের তজম্মুল আলী @ তজাইর পুত্র এলাকার চিহ্নিত অপরাধী হারিছ উদ্দিন (২৭) ঐ শিক্ষিকার পথরোধ করে চোখে বালি ছিটিয়ে গলায় রক্ষিত স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষিকা অঞ্জনা ভট্টাচার্যের সুরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হারিছ উদ্দিন শিক্ষিকার কানের একটি দোল ছিড়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত শিক্ষিকাকে স্কুলের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার নিন্দা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। তারা শিক্ষিকাকে লাঞ্চিতকারী হারিছ উদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন থানা প্রশাসনের কাছে।