মন্ত্রী হতে আর বাধা নেই সৌদি নারীদের
সুরমা টাইমস ডেস্কঃ সৌদি নারীদের মন্ত্রিত্বসহ সরকারের যে কোনো ধরনের উঁচু পদে থাকতে আর বাধা নেই। যোগ্যতার ভিত্তিতে সৌদি আরবের যে কোনো নারী শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে আসীন হতে পারবেন। খবর এরাব নিউজের।
সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য হানান আল-হামাদি এ তথ্য জানান। শুরা কাউন্সিলের এ নারী সদস্য জানান, সৌদি আরবের ইতিহাসে এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
রাবিগের কলেজ অব বিজনেসের ডিন আবদুলেলাহ সাতি সৌদি নারীদের মন্ত্রীর মতো উচ্চ পদে আসীন হওয়াকে সুরা কাউন্সিলের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করেন। তিনি বলেন, আমরা বিপুল সংখ্যক উচ্চ শিক্ষিত এবং যোগ্য নারী গড়ে তুলতে সক্ষম হয়েছি, তারা যে কোনো ধরনের নেতৃত্ব গ্রহণে অগ্রগামী। তারা দেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, এরই মধ্যে দেশটির প্রথম সহকারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন নোরা বিনতে আবদুল্লাহ আল ফাইয়াজ।