নগরীর আরামবাগে এনজিও কর্মী ছিনতাইর শিকার
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট নগরীর আরামবাগে ছিনতাইর শিকার হয়েছেন এক এনজিওকর্মী। তার নাম শেফালি বেগম। শেফালি সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের প্রজেক্ট কর্তকর্তা। মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তার কাছে থেকে একটি মোবাইল ফোন ও একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।
জানা গেছে, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের প্রজেক্ট অফিসার শেফালি বেগম দায়িত্ব পালন করতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রিক্সাযোগে নগরীর বালুচরস্থ অফিসে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিক্সাটি নগরীর আরামবাগ এলাকায় পৌঁছালে একটি মোটর সাইকেল আরোহী ২ যুবক তার রিক্সার গতিরোধ করে। শেফালি কোন কিছু বুঝে ওঠার আগেই ঐ ২ যুবক চাকু ধরে তার বুধে। এ সময় এক যুবক তাকে ছুরিদিয়ে আঘাত করতে উদ্যত হয়।
এরপর অস্ত্রধারী যুবকরা ছিনিয়ে নেয় শেফালির হাতে থাকা একটি মোবাইল ফোন ও তার গলায় ব্যবহৃত একটি স্বর্নের চেইন। মাত্র কয়েক মিনিটের অবিযান শেষে নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হয় ছিনতাইকরীরা।