বিশ্বনাথে যুবকের আত্বহত্যা
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে আয়াত আলী (১৬) নামের এক যুবক গলার মাফলার পেছিয়ে ঘরের তীরের সাথে আত্বহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের ফয়জুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাইক বাড়ি গ্রামের মনোহর আলীর ছেলে।
নিহত যুবক দীর্ঘ দিন ধরে বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামে ফয়জুর রহমানের বাড়িতে কাজ করে আসছে। গতকাল সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেন এস আই মিন্টু মিয়া। তিনি বলেন, প্রাথমিক তদন্ত বুঝা গেছে, যুবক আত্বহত্যা করেছে। এঘটনায় ফয়জুর রহমান বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।
এব্যাপারে ফয়জুর রহমান সাংবাদিকদের বলেন, ভোর বেলার কোন এক সময় সে নিজ রুমের তীরের সাথে গলায় মাফলার দিয়ে আত্বহত্যা করে। তবে কি কারনে সে আত্বহত্যা করেছে তা জানা নেই।