প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মাওলানা মো. আশরাফুল ইসলাম, পিতা- মৃত মাওলানা মো. আব্দুর রহমান, বর্তমান ঠিকানা- এক্সল টাওয়ার, ফ্যাট নং- ১৫/২, সুবিদবাজার, থানা- কতোয়ালী, জেলা- সিলেট। আমি লন্ডন প্রবাসী ও হারবাল পণ্যের ব্যবসায়ী। পারিবারিক সূত্রে দীর্ঘদিন থেকে সততার সাথে দেশ ও বিদেশে আমি এই ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান গার্ডেন টাওয়ার নিচ তলায় আশরাফ জেনুইন টাচ অব ন্যাচার নামে পরিচিত এবং সকলের কাছে সুপরিচিত সুনামধন্য একটি প্রতিষ্ঠান। গত কয়েকদিন পূর্বে আমার কোম্পানী ৩জন কর্মচারী (১) কামাল হোসেন মিঠু, (২) জহোরা ইসলাম নাজনীন ও (৩) জাকির হোসেন দীপু সর্বপিতা সিরাজুল ইসলাম তাদের বর্তমান ঠিকানা সোবাহানীঘাট, সিলেট তাদের দ্বারা আমার কোম্পানীর ক্ষতি সাধিত হওয়ায় ও অর্থ আতœসাতের কারণে তাদের বেতন ভাতা পরিশোধ করে তাদের অব্যাহতি প্রদান করি। চাকুরিচ্যত হওয়ার পর হইতে মিঠু, নাজনীন ও দিপু আমার ও আমার কোম্পানীর ক্ষতি ও আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্যোশে নানান অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি নাজনিন আমার বিরুদ্ধে কতোয়ালী থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। যাহা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। আমি একজন আইনমান্যকারী, নিরীহ রকমের প্রবাসী ব্যবসায়ী। আমার জান, মাল ও ইজ্জতের হেফাজতের জন্য প্রশাসন ও সর্বমহলের সহযোগীতা কামনা করছি। সর্বশেষ সুরাম টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি ও আমার কোম্পানীর নামে নাজনীন গং যে তথ্য প্রদান করেছে তাহা মিথ্যা ও বানোয়াট। তাই এই অপপ্রচারে বিব্রান্ত না হওয়ার জন্য সর্বমহলের প্রতি অনুরোধ রইল।