আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের মুখে হাসি ফুটে এবং উন্নয়ন হয়
নবীগঞ্জের ভুবরবাক রাখালঠাকুর প্রাঙ্গনে এমপি কেয়া চৌধুরী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের মুখে হাসি ফুটে এবং উন্নয়ন হয়। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকলের সহযোগীতার থাকলে কেউ আমাদেরকে উন্নয়ন কাজ থেকে বঞ্চিত করতে পারবে না। আমি উন্নয়ন কাজে সচ্চতা ও জবাদিহিতায় বিশ্বাসী। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে কুর্শি ইউনিয়নের ভুবিরবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর প্রাঙ্গনে মন্দিও নির্মান ও সোলার প্যানেল স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কুর্শি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অমলেন্দু সুত্রধরের সভাপতিত্বে এবং সাংারন সম্পাদক হরিপদ দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কুশি ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মোঃ নুর মিয়া,সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধরন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোপেশ চন্দ্র দাশ,কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা কমিটির সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়স্থ,করগাও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল কুমার রায়, মুক্তিযোদ্ধা সন্তান ডাঃ নিজামুল ইসলাম,মহিলা মেম্বার আয়েশা বেগম,মোঃ হাফিজ,এনামুল হক,শফিকুর রহমান,রিপন সুত্রধর,সাংবাদিক মতিউর রহমান মুন্না,এনটিভি প্রতিনিধি তছনু চৌধুরী প্রমূখ। অনুষ্টানে প্রধান অতিথিকে ক্রেষ্ট উপহার ও মানপত্র পাঠ করা হয়। অনুষ্টানে শেষে অতিথিবৃন্দ এমপি কেয়া চৌদুরীর অনুদানে সম্পাদিত কাজ পরিদর্শন করেন।