আরব আমিরাতে বাড়ছে জ্বালানি তেলের দাম

uae90ডেস্ক রিপোর্ট:বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম স্থিতিশীল থাকলেও সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম বাড়ছে। আগামী ১ মে থেকে দেশটিতে জ্বালানি তেলের খুচরা মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। চলতি মাসেই দেশটিতে জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছিল। খবর এমিরেটস২৪।

নতুন দর অনুযায়ী, আগামী ১ মে থেকে বিশেষ গ্রেডের পেট্রোল (৯৫ অকটেন) প্রতি লিটার ১ দশমিক ৬৭ দিরহামে পাওয়া যাবে; আগে প্রতি লিটার পেট্রোলের দাম ১.৫১ দিরহাম থাকলেও নতুন মূল্য ১০.৬ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া প্রতি লিটার সুপার গ্রেড (৯৮ অকটেন) পেট্রোলের খুচরা মূল্য ১.৬২ দিরহাম থাকলেও আগামী রোববার থেকে তা ৯.৯৯ শতাংশ বেশি দামে কিনতে হবে। ফলে নতুন মূল্য অনুযায়ী এই গ্রেডের প্রতি লিটার পেট্রোল কিনতে হবে ১.৭৮ দিরহামে।

একই সঙ্গে দেশটির সবচেয়ে কম মূল্যের পেট্রোল ই-প্লাস গ্যাসোলাইনের মূল্য (৯১ অকটেন) ১১ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন দরে এই গ্রেডের পেট্রোল প্রতি লিটারের দাম ১.৬০ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা আগে ১.৪৪ দিরহামে পাওয়া যেত।

তবে ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে খুব সামান্যই। প্রতি লিটার ডিজেল আগে ১.৫৬ দিরহামে বিক্রি হলেও আগামী ১ মে থেকে ১.৬০ দিরহামে বিক্রি হবে। যা আগের মূল্যের চেয়ে বৃদ্ধি পেয়েছে মাত্র ২.৫৬ শতাংশ।