ডা. শাহানা ফেরদৌসের বাসায় ডাকাতি
ডেস্ক রিপোর্টঃ নগরীর সুরমা আবাসিক এলাকায় গাইনী বিভাগের অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোররাতে একদল ডাকাত ডা. শাহানা ফেরদৌসের বাসায় হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে ঘরে থাকা মালামাল লুট করে।
ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট কোতয়ালি মডেল থানার ওসি সোহেল আহমদ ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।