লিবিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট এমআরপি করার নির্দেশ

3ডেস্ক রিপোর্ট :: লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অতিসত্ত্বর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)  তৈরির অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল রোববার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখনও যারা এমআরপি করেননি,  দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস  থেকে অতিসত্ত্বর তা করে নেওযার অনুরোধ করা হলো।
গত বছরের ২৪ নভেম্বর  থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও)।সংস্থাটির নির্দেশ অনুসারে, এমআরপি ছাড়া বিদেশ গমন করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে আসতেও সমস্যা হবে।
তাই ২০১৫ সালের জুলাইয়ে  দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে এমআরপি সংগ্রহ করার অনুরোধ জানায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।