তনু হত্যার প্রতিবাদে নগরীতে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ

Tonu murder protest Sylhetডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবীতে নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন মঞ্চ এর আয়োজনে রবিবার বিকালে বন্দরবাজার সংলগ্ন কোর্ট পয়েন্টে ছাত্র-শিক্ষক-অভিভাবক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ উদীচী সিলেট এর উপদেষ্টা বাদল কর, গণজাগরণ মঞ্চ সিলেট এর মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেট এর সভাপতি সপ্তর্ষী দাশ সহ বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা।

এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সমাবেশ স্থলে লিডিং ইউনিভার্সিটি থিয়েটারের নাট্যকর্মীরা প্রতিবাদী নাটক প্রদর্শন করেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে কোর্ট পয়েন্টে এসে মিলিত হয়।

কোর্ট পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, গণজাগরণমঞ্চ সিলেট এর মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেট এর সভাপতি সপ্তর্ষী দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এর প্রতিনিধি অভিজিৎ পাল, লিডিং ইউনিভার্সিটি সিলেট এর প্রতিনিধি জামিল হোসেন, মদন মোহন কলেজ এর প্রতিনিধি নাবিল এইচ, এম সি কলেজের প্রতিনিধি স্নেহা ভট্টাচার্য, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রতিনিধি পার্থ তালুকদার, দি এইডেড হাই স্কুল ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রতিনিধি সহ আরো অনেকে।

বক্তারা ঘটনার এতোদিন পরও অপরাধীদের শনাক্ত করতে না পারায় সরকারের তদন্ত প্রক্রিয়ার নিন্দা জানান এবং অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

সমাবেশ থেকে সোমবার সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট সফল করতে আহবান জানানো হয়।