বাংলাদেশ নিজেদের প্রমাণ করেছে: সৌরভ

14ক্রীড়া ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ইডেন গার্ডেনে বসে সৌরভ গাঙ্গুলি বলে গেলেন, ‘বাংলাদেশের এখন আর প্রমাণ করার কিছু নেই। তারা বেঙ্গালুরুতে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।’

সৌরভ সকালে স্টেডিয়াম পরিদর্শন করতে আসেন। সেখানে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য নিজেদের প্রাপ্তি কি না, এমন এক প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘এটা প্রাপ্তিই। তারা অনেক আগেই নিজেদের প্রমাণ করেছে। বেঙ্গালুরুতেও করেছে।’

বেঙ্গালুরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মাশরাফিরা। টান-টান উত্তেজনার ওই ম্যাচে ভারত হারলেই বিদায় নিত।

এর আগে অন্য এক সাক্ষাৎকারে সৌরভ ধোনিকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে অ্যাখ্যায়িত করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে ভারত বিদায় নিলেও ধোনিই ভারতের সেরা অধিনায়ক।’

দ্বিতীয় সেমিফাইনালে শেষ ওভারে গেইলদের বিপক্ষে হেরে যায় ভারত। ওই ওভারে জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল ৮। ধোনি অশ্বিনকে বল করতে না ডেকে কোহলিকে ডাকেন।

সৌরভ বলছেন, ‘ঠাণ্ডা ঘরে বসে অধিনায়ককে নিয়ে অনেক আলোচনা করা যায়। কিন্তু মাঠে অধিনায়কের অবস্থা কেমন থাকে, সেটা সবাই বোঝে না। এটা ঠিক ধোনি ওই ওভারটা অশ্বিনকে দিতে পারত। তবে সেটাই শেষ কথা নয়। সে যেভাবে চিন্তা করে, তা অন্য কেউ পারে না।