সিলেটে ঢিলেঢালাভাবে হরতাল চলছে

9ডেস্ক রিপোর্ট :: দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে।

সোমবার সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতালকে কেন্দ্র করে নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সহিংসতা এড়াতে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে, হরতালে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। তবে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। নগরীর কদমতলী ও কুমারগাঁও টার্মিনাল থেকে আঞ্চলিক সড়কে কোন বাস ছেড়ে যায়নি। মহাসড়কে দূরপাল­ার বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালকে কেন্দ্র করে নগরীতে যাতে সহিংস ঘটনা না ঘটে সেজন্য গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি জোরদার করা হয়েছে র‌্যাবের টহল।

প্রসঙ্গত, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাদ দেওয়ার চক্রান্তের’ প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।  রোববার (২৭ মার্চ) বিকেলে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।