তনু্ হত্যা বিচারের দাবিতে সিওমেক শিক্ষার্থীদের মানববন্ধন

3ডেস্ক রিপোর্ট :: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু’র নির্মম হত্যাকণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে হত্যাকারীদের শাস্তি চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে অংশ নিয়ে সিওমেক এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম বলেন, “এমন একটি নির্মম হত্যাকণ্ডের ৩দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হননি। ক্যান্টনমেন্ট এলাকার মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় যদি এধরণের নৃশংসহত্যাকাণ্ড ঘটে, তাহলে আমরা পুরোপুরি অনিরাপদ। আমরা ভীতসন্ত্রস্ত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা জনসাধারণের নিরাপত্তা চাই।” মানববন্ধনে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী তাসনিয়া আহমেদ বলেন, “তনু আমার-ই বোন। আমার-ই বান্ধবী। আজ এক তনু মরেছে কাল আরেক তনু মরবে। এভাবে আর কতদিন! আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।” এরপর শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের একটাই দাবি হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি।