টুকেরবাজারে জাল ভোটের মহোৎসব, সাংবাদিক লাঞ্ছিত

10ডেস্ক রিপোর্ট :: সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল চেষ্টার পর সেখানে জাল ভোট প্রদানের মহোৎসব হয়েছে। জাল ভোট দেয়ার ছবি তুলতে গিয়ে সেখানে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিকরাও।

ঘটনাস্থলে উপস্থিত সিলেটভিউ২৪ডটকম’র রিপোর্টার এবং ফটো সাংবাদিক জানান, মঙ্গলবার সোয়া ১২টার দিকে আখালিয়ার যুবলীগ নেতা দুলাল আহমদ ও সাহেদের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় ভোট কেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটানো ছাড়ও বিএনপির পোলিং বুথও ভাঙচুর করে হামলাকারী।

বেলা ১টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে একটি টিম ওই কেন্দ্র পরিদর্শনে যায়। ওই টিমে ছিলেন নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জয়নাল, তার বাবা, ছাত্রলীগ নেতা  রাকেশ তালুকদার, জুয়েল, যুবলীগ নেতা দুলাল, সাহেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা উস্তার আলী প্রমুখ। এ টিম ভোট কেন্দ্রের বাইরে ছবি তুলে।

পরে মিসবাহ সিরাজ কেন্দ্র থেকে কয়েক শ’ গজ দূরে সরে গেলে কতিপয় যুবক হুড় হুড় করে ভোটকেন্দ্রে প্রবেশ করে। মেতে ওঠে জাল ভোটের মহোৎসবে।

জাল ভোট দেয়ার ছবি তুলতে চাইলে সাংবাদিকদের লাঞ্ছিত করে ওই যুবকরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হলে ওই যুবকরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা আফরিন ছন্দা বলেন, ওই কেন্দ্রের বাইরে কিছু গোলযোগ হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।

এব্যাপারে আলাপকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল থেকে বলেন, দুই যুবক জাল ভোট দেয়ার চেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।