বৃদ্ধাশ্রমের মায়েদের পাশে দাঁড়ালেন সাংবাদিক আবদুল মুকিত

Goledn dream briddasrom pic .doc00.docঅনাথ মায়েদের গরমের দিনে শীতলতার পরশ তুলতে মমতার হাত বাড়ালেন প্রখ্যাত সাংবাদিক আবদুল মুকিত। গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রম পরিদর্শনে গিয়ে এই মহানুভবতার পরিচয় দিয়েছেন নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবদুল মুকিত। সম্প্রতি তিনি গোল্ডেন ড্রীম অর্গানাইজেশনের চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভার আমন্ত্রণে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রিতা মায়েদের জন্য দুটি ফ্যান প্রদানের ঘোষণা দেন। বৃদ্ধাশ্রমে তিনি সহ অতিথিদের স্বাগত জানান গোল্ডেন ড্রীমের অঙ্গসংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী সম্পাদক আবুল মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল।  এদিকে রোববার প্রতিশ্র“ত দুটি ফ্যান গোল্ডেন ড্রীম কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন আবদুল মুকিত। ফ্যানগুলো গ্রহণ করেন গোল্ডেন ড্রীমের আবুল মোহাম্মদ ও শেখ তোফায়েল আহমদ শেপুল। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অরুন মনি সিংহ, ব্যবসায়ী শামীম আহমদ, নাজির আহমদ রাজন, সমাজকর্মী জাকির হোসেন, সায়েম আহমদসহ অতিথিবৃন্দ। বৃদ্ধাশ্রমের অসহায় দুঃখী মায়েদের ফ্যান প্রদানের জন্য আবদুল মুকিতকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান কামরুন্নেছা মতিন শোভা। তিনি বলেন আশ্রয়টি তিনি খুলে দিয়েছেন এখন সিলেটের ভাই বোনেরা মিলে এটিকে এগিয়ে নিবেন। -প্রেস বিজ্ঞপ্তি