রাশিয়ায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

3ডেস্ক রিপোর্ট :: রস্তভ অন ডন শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বোয়িং ৭৩৮ বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। সবাই নিহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়, রানওয়েতে অবতরণের সময় দুবাই থেকে আসা বোয়িং ৭৩৮ উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এএফপির খবরে বলা হয়, উড়োজাহাজে থাকা ৬১ জনের সবাই মারা গেছেন। দুর্ঘটনা কারণ স্পষ্ট নয়। তবে ঝোড়ো বাতাসসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, দুর্ঘটনাস্থলে শতাধিক উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বোয়িং ৭৩৭ সিরিজের ফ্লাই দুবাইয়ের এফজি৯৮১ ফ্লাইটটি ৫৫ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে দুবাই থেকে রওনা দেয়। প্লেনটি প্রথমবার অবতরণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বারের চেষ্টার সময় বিস্ফোরণ ঘটে।