সিলেটে জাতীয় শিশুদিবস পালিত-বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না

17-03-16-Sylhet_Rally-1ডেস্ক রিপোর্ট :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। বিকেলে বাগবাড়িস্থ সরকারি এতিম খানা শিশু সদনে শতাধিক শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছেন মহানগর যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনাসভাসমূহে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ জাতির কোনদিন স্বাধীনতার স্বপ্ন দেখা সম্ভব হতো না। বাংলাদেশ কখনো স্বাধীন হতো না।  ইতিহাসের গতিধারায় ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সকল আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশকে এগিয়ে নিতে হলে তাঁর দেখানো পথ আমাদের অনুসরণ করতে হবে।
মহানগর ছাত্রলীগ: বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, কেন্দ্রীয় সদস্য এমদাদুল হক জায়েদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমূখ।
গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, কেন্দ্রীয় সদস্য এমদাদুল হক জায়েদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।
জেলা ছাত্রলীগ: বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেট রেলওয়ে ষ্টেশনে পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়। পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল আহমদ সফু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সালাউদ্দিন পারভেজ, সাহেদ আহমদ, সুহেল আহমদ মুন্না, যুগ্ম সম্পাদক জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, ফাহিম আহমদ শাহ্, ক্রীড়া সম্পাদক রাফিকুল ইসলাম রাফি, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুজ্জামান, বিজ্ঞান ও প্রযু্িক্ত সম্পাদক আশফাক আহমদ মাসুম, উপ দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, সহ সম্পাদক তারেক আহমদ, সদস্য শওকত হাসান মানিক, তানসেন তালুকদার তুষার, এমদাদুল কবির ওমর, পাবেল আহমদ, আমিনুল ইসলাম শিপন, সাদেকুর রহমান সাদেক, মাসুম আহমদ, জুবায়ের চৌধুরী প্রমূখ।
জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে জন্ম বার্ষিকী উদযাপন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল আহমদ সফু, মুর্শেদ আহমদ রানা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, শাহেদ আহমদ, সুলেমান হোসেন চৌধুরী, খালেদুর রহমান, সুহেল আহমদ মুন্না, যুগ্ম সম্পাদক জুবায়ের খান, জাওয়াদ ইবনে জাহিদ খান, অসীম কান্তি কর, শাক্কুর আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান, মিজানুর রহমান মিজান, শাহীন আহমদ চৌধুরী, ফাহিম আহমদ শাহ, সম্পাদক মন্ডলীর সদস্য নিয়ল কিশোর ধর জয়, আদি রাজ উজ্জ্বল, আশফাক আহম মাসুম, সামসুজ্জামান, মেহেদী হাসান উজ্জ্বল, মাহমুদুল করিম নেওয়াজ, এম কে চৌধুরী জাবেদ, রাফিকুল ইসলাম রাফি, জামিল আহমদ, সাদেক আহমদ খান খোকন, সাহান আহমদ, সুহেল আহমদ, শাকিল আহমদ, আব্দুল রাহী রিফাত, আতিকুর রহমান আতিক, সাদেক আহমদ, তানসেন তালুকদার তুষার, শওকত হাসান মানিক, মাজেদ আহমদ, এমদাদুল কবির ওমর, আমিনুল ইসলাম শিপন, মনসুর মোর্শেদ, লালন হোসেনর মুন্না, ফারহান সাদিক জিহান, খালেদ, সুমন প্রমুখ।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর শাখার উদ্যোগে কেক কাটেন নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মহানগর শাখার সভাপতি সারোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার।
বিশেষ অতিথি ছিলেন- মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মন্তাজ মিয়া, ডেপুটি কমান্ডার হাজী এরশাদ আলী, মুক্তিযোদ্ধা কলমদর আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আতিক আহমদ চৌধুরী, জাফর চৌধুরী, মো. মঈন উদ্দিন, শ্রমিকলীগ নেতা খন্দকার ফায়েক মাস্টার, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের জেলা মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা সিনহা, জেলা শাখার আলহাজ্ব খালেদ হোসেন, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি সুরিজ ওঝা জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রায়, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক অনুজ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ জুয়েল, সাদিকুর রহমান বদরুল, সাংস্কৃতিক সম্পাদক সজীব দেব প্রমুখ।
মহানগর মহিলা আ.লীগ : জাতিন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদীকা আসমা কামরান, শেলি বেগম, সাবিনা আনোয়ার, খায়রুল নেছা শেলি, হেনা বেগম, আসমা, মায়ারানী দে, রুবি নাজিন, হাসনা হেনা, শামীমা স্বাধীন, স্বপ্না বেগম রতœা মহাগনর মহিলা আ’লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ ১৭ মার্চ বৃহস্পতিবার। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। যিনি একদিন হয়ে উঠেছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি। অধিকারহারা একটি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন অবিসংবাদিত নেতা। আজন্ম সংগ্রামী এই নেতা সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন একটি জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তার সাহসী, আপসহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে নির্যাতিত, নিপীড়িত পরাধীন বাঙালি জাতি। বঙ্গবন্ধু স্বাধীনতা ও মুক্তির অদম্য ঐক্যের সুতোয় ঐক্যবদ্ধ করেছিলেন পুরো জাতিকে। দিয়েছিলেন মরণপণ লড়াইয়ের মূলমন্ত্র। তার নেতৃত্বেই দীর্ঘ নয় মাস লড়াইয়ের পর জন্ম নেয় একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
মহানগর তাঁতী লীগ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে আওয়ামী লীগের সহযোগি সংগঠন, বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগর শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গতকাল সকাল ১০টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ বাদশা গাজী, সহ-সভাপতি নোমান আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মো. খোকন আলী ,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শরিফ গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খতিব, শাহপরান থানা শাখার আহবায়ক মির্জা সুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক পারভেজ আহমদ রাজু, জালালাবাদ থানা শাখার যুগ্ম আহবায়ক, এডভোকেট এ আই মারুফ আহমদ, ৭নং ওয়ার্ড শাথার আহবায়ক আজিজুল ইসলাম প্রমুখ।
মদনমোহন কলেজ ছাত্রলীগ : মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এ রশিদ আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক ইলিয়াছি দিনার এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্যে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান বলেন,  জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযোদ্ধের চেতনা সমুন্নত রাখতে ছাত্রলীগকে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের অসমাপ্ত আত্মজীবনী থেকে ছাত্রলীগকে জ্ঞান অর্জনের মাধ্যমে প্রতিটি নেতাকর্মী পিতা মুজিবের আদর্শ বুকে ধারণ করে মহান মুক্তিযোদ্ধের চেতনা সমুন্নত রাখতে আমাদেরকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ লালন আর মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন হলেই জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ পূর্ণ বাস্তবায়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিরক দাম, মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যুৎ ভোষন দেব, সাবেক সাহিত্য সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সদস্য মিঠু মোহন দেব, বিজিত দাস। এসময় আরো উপস্থিত ছিলেন মো. ফেরদৌস আলম, কামরুল ইসলাম সুমন, হাবিুবর রহমান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রেজাউল করিম জিহান, আব্দুল কাইয়ূম, রাজেশ সরকার, সাব্বির আহমদ, মুমিনুল ইসলাম, মিল্টন দাস, কামরুল ইসলাম রিমন, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি নাঈম আহমদ, ছাদিকুর রহমান, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পদক রকি দেব,  ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুমন দাস, ছায়াদ আকাশ তালুকদার, বিধান কৃষ্ণ রায়, তারেক আহমদ, আলী রিয়াজ, অভিত রায় ঝলক, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল করিম সুমন, জালালাবাদ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশিক ইসলাম, মাসুম হোসাইন, নয়ন চন্দ্র ধর, জায়েদ আহমদ রাজীব, দ্বীপন দেব, সঞ্জয় তালুকদার, সৈকত চৌধুরী, জালালাবাদ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় পাল রূপম, শাহজালাল, রুবেল আহমদ, এম. নাঈম আহমদ, সুমিত সামন্ত, ছদরুল হোসেন, জিয়াউল হক, তানভীর আহমদ, জগৎ জ্যোতি রায় জয়, তোফায়েল আহমদ, ফয়ছল আহমদ, অন্তু রায়, শরীফ আহমদ, হিমেল, ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার আহমদ সাফি, ১৪নং ওয়ার্ড দপ্তর সম্পাদক রাহুল দেব, সুব্রত দাস, সৌরভ তরফদার, অনিক কর্মকার, সুহেল আহমদ, মো. সুহেল, রক্তিম রায়, রূপম তালুকদার, রুদ্র তালুকদার, শামীম আহমদ, জাকির হোসেন, সাদিকুর রহমান বদরুল, সজিব দেব, তানভির আহমদ, রাসেল আহমদ, হিমন তালুকদার, অমিত দেবনাথ প্রমূখ।
শাহজালাল বিশ্ববিদ্যালয়: প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
র‌্যালী, শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শীর্ষক কুইজ প্রতিযোগীতা, ডকুমেন্টারী প্রদর্শন, আলোচনা ও প্রার্থনা সভার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিনি অডিটোরিয়ামে এসে শেষ হয়। সকাল সাড়ে দশটায় মিনি অডিটোরিয়ামে প্রশাসনের উদ্যোগে শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল এগারোটায় বঙ্গবন্ধ’ নিয়ে ডকুমেন্টারী প্রদর্শনী, দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পরবর্তীতে কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবস উদযাপন কমিটি-২০১৬ এর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, বঙ্গবন্ধ’ ও বাংলাদেশ সমার্থক শব্দ। বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকের এই রেডিমেট গার্মেন্টস, শিক্ষা, খাদ্যখাতে সফলতা কিংবা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া কোনো কিছ’ই সম্ভব হতো না। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীন বাংলাদেশের উন্নয়নের ক্রমধারা থমকে দাঁড়ায়,যার মাধ্যমে একটি দেশের জন্য বঙ্গবন্ধুর প্রয়োজনীয়তা কতটুকু তা আমরা দেখতে পারি।
বিশ^বিদ্যালয়ে অনিয়ম, বিশৃ্খংলা যারা করে তারা বঙ্গবন্ধুর আদর্শে পুরোপুরি বিশ^াসী না বলে মন্তব্য করেন তিনি। এজন্য বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে বিশ^বিদ্যালয় তথা সারা বাংলাদেশে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, আমাদের সৌভাগ্য আমরা বঙ্গবন্ধুর মতো নেতা পেয়েছি। বঙ্গবন্ধু এদেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, যেভাবে উন্নয়নের চেষ্টা করেছেন আমরা যার যার অবস্থান থেকে সেই মতবাদকে সামনে রেখে এগিয়ে আসলেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ^বিদ্যালয়গুলো অগ্রণী ভ’মিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, বঙ্গবন্ধ’ যে কারো জন্যই আদর্শ হিসেবে কাজ করে। এ ধরনের আলোচনা সভা আজকের শিশুদের উপর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভাবতে শেখাবে যা দেশের অগ্রযাত্রাতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে ড. আখতারুল ইসলাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকের শিশুরা এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিশুদবিস ও বঙ্গবন্ধ’র জন্মদিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক হিমাদ্রী শেখর রায়। এছাড়া মুক্ত আলোচনায় আরো বক্তব্য দেন শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মুজিবুর রহমান, শাবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিক্ষার্থী কামরুল হাসান, শেখ জুনায়েদ প্রমুখ।
অন্যদিকে বাদ আসর বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোআ মাহফিল এবং সন্ধ্যায় বিশ^বিদ্যালয় সেন্টারের অস্থায়ী মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।