ডেস্ক রিপোর্ট :: নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। তিনি বর্তমানে নিউইয়র্কে আছেন।
দুপুর ১ টা ২৫ মিনিটে সচিবালয় থেকে বের হয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এই নিয়োগের খবর জানিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, “নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে, তিনি হলেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। তিনি নিউইয়র্কে আছেন, সেখান থেকে এসেই দায়িত্ব বুঝে নেবেন”।
ফজলে কবিরের আগামী ১৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান।