ইউপি নির্বাচনে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ডিআইজির

POLICE-Commissioner-SMP20140915191040ডেস্ক রিপোর্ট :: সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজানুর রহমান (পিপিএম) বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে এবং জোর পূর্বক ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স, ব্যালট পেপার ছিনতাই না করতে পারে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কেউ যাতে জাল ভোট দিতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখার পাশাপাশি জাল ভোট প্রদানকারীকে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন। ইউপি নির্বাচনকে বানচাল করতে পারে এমন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশ দেন।
সিলেট জেলার পুলিশ সুপার নুরেআলম মিনার (পিপিএম) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঁইয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ সুপার নুরেআলম মিনার (পিপিএম)।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), নয়মুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজ্ঞান চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (উত্তর) ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইন-সার্ভিস) ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ নুরুল আবছার খান, সিলেট জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।