মহানবীকে নিয়ে মন্তব্যের জেরে চাকরি হারালেন মিশরের মন্ত্রী

13ডেস্ক রিপোর্ট :: ইসলাম ধর্মের মহানবী মুহাম্মদ (সাঃ) যদি আইন ভঙ্গ করতো, তাহলে আমি তাকেও কারাদ-ের আদেশ দিতাম- মহানবীকে নিয়ে এমন মন্তব্যের জেরে মিশরের আইনমন্ত্রী আহমেদ আল-জেনদকে চাকরিচ্যুত করলেন দেশটির প্রধানমন্ত্রী।

গত শুক্রবার টেলিভিশনকে দেয়া এক সাক্ষতকারে এমন বিরূপ মন্তব্য করেন জেনদ। সেই সঙ্গে তিনি এও বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দিও’। পরের দিন আরেক সাক্ষতকারে তিনি মহানবীকে নিয়ে করা মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন।

জেনদের স্থলাভিষিক্ত কে হবে এটি এখনও নিশ্চিত নয়। কট্টরপন্থী মুসলিম ব্রাদারহুড এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল গতকাল রবিবার এক ডিক্রি জারি করে আহমেদ আল-জেনদকে চাকরিচ্যুত করেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।