স্কুল শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

IMG_0014 copyসুনামগঞ্জের ধর্মপাশায় দুই শিক্ষিকাকে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে নির্যাতনকারী এসএমসি সভাপতি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করে অবিলম্বে এসএমসির সর্বানন্দ তালুকদার ও তার সহযোগী দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্ট্ন্তামূলক শাস্তির দাবী জানান।
সিলেট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, স্কুল চলাকালীন সময়ে শিক্ষিকাদের উপর এ নগ্ন হামলা সমস্ত শিক্ষিত সমাজকে হতবাক্ করেছে। এ হামলা শিক্ষকরা কোন মতেই বরদাশত করবে না । অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না নিলে  কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩মার্চ বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও মনি রানী তালুকদারের উপর নগ্ন হামলা চালিয়ে গুরুতর আহত করেন এসএমসি সভাপতি ও সহযোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ওয়েছ আহমদ চৌধুরী, আবুল হোসেন, জেসমিন সুলতানা, প্রমথেশ দত্ত, আব্দুল কাইয়ুম, শামীম আহমদ, বিপ্লব পুরকায়স্ত, স্বপন তালূকদার, গণেশ পাল দিপু, নিকেতন দাস, মো: শাহ্ ফারূক, মো: শামসুল আলম, মো: নুরুল ইসলাম, নাসির মাহমুদ, কল্যাণব্রত বিশ্বাস, মিঠন চন্দ্র দাস, মো: সিরাজ উদ্দিন, সুমন তালুকদার, অজয় কুমার দে, হাজী মো: রুহুল আমীন, বুরহান উদ্দিন, আব্দুল মজিদ, মালেক আহমদ, আ হ ম গোলাম রব হাসনু, শেফালী বেগম, সেগুপ্তা কানীজ, মো: শহীদুল্লাহ, মো: আলাউদ্দীন, মো: হানিফ আহমদ, মাহবুবুর রহমান শিবলু, নাজমুল ইসলাম, বিমল চন্দ্র দাস, শিমুল আক্তার, শিব্বির ওসমানী, আব্দুস সামাদ, অধীররাম বিশ্বাস, নুরুল ইসলাম, আব্দুল হালিম, মাহবুবুর রহমান, কয়ছর আহমদ, রফিক উদ্দিন, ফখরুল ইসলাম, নুহেল আহমদ চৌধুরী, নিমেশ চক্রবর্তী , ননীগোপাল দাস,মোঃ শাহজাহান
আনোয়ার হোসেন, লিপি দাস, আতাউর রহমান, মমতাজ বেগম, চান মিয়া, অনিল শর্মা, ফারুক আহমদ, সঞ্জয় কুমার নাথ, মো: মঞ্জুর কাদের, মাসুক আহমদ, আহমদুল কিবরিয়া বকুল, লাভলী রানী দে প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি