ভেঙে পড়েছে শের-ই বাংলার জায়ান্ট স্ক্রিন!

Stedium-Screen20160306131638ডেস্ক রিপোর্ট :: এশিয়া কাপের ফাইনালের ভাগ্যে কী আছে এখনও নিশ্চিত নয় ক্রিকেট প্রেমীরা। তুমুল বৈশাখী ঝড় আর মুষলধারে বৃষ্টি। ঝড়ের কবলে পড়ে অনিশ্চয়তায় ডুবে গেছে ফাইনাল। স্টেডিয়াম মুহুর্তে হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। ফলে অন্ধকারে ডুবে গেছে পুরো স্টেডিয়াম এলাকা। গ্যালারিতে প্রবেশ করা দর্শক-সমর্থকরা একটু আশ্রয়ের আশায় দিক-বিদিক ছুটতে থাকে দর্শকরা।

এরই মধ্যে তুমুল ঝড় আঘাত হানে স্টেডিয়ামের পূর্বপাশের গ্যালারিতে স্থাপন করা বিশাল জায়ান্ট স্ক্রিনে। টুর্নামেন্ট শুরুর আগেই জায়ান্ট স্ক্রিনের চারপাশে স্পন্সর প্রতিষ্ঠানের ব্যানার দিয়ে তৈরী করা হয়েছিল আলাদা আচ্ছাদন। ঝড়ে সেই আচ্ছাদন পুরোপুরি ভেঙে পড়ে। হঠাৎ করে দেখলে মনে হবে বুঝি জায়ান্ট স্ক্রিনই ভেঙে পড়েছে।