‘বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ব্যবহার হয় ৩০০০ কনডম’ প্রমাণ দেবেন বিধায়ক

gyandev-ahujaডেস্ক রিপোর্টঃ প্রতিদিন জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ৩০০০ কনডম ব্যবহার করা হয়। এ বিষয়ে প্রমাণ দেবেন রাজস্থানের বিজেপি দলীয় বিধায়ক জ্ঞানদেব আহুজা। তার এ বক্তব্য প্রমাণ করতে তিনি শিগগিরই একটি সংবাদ সম্মেলন ডাকবেন। ওই বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আফজাল গুরুর ফাঁসি কার্যকরের বার্ষিকীতে র‌্যালি আয়োজন করে শিক্ষার্থীরা। এতে নেতৃত্বে ছিলেন কন্যা কুমার নামে এক ছাত্র নেতা। এ জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে শিক্ষাঙ্গনগুলোতে আন্দোলন দানা বেঁধে ওঠে। এক পর্যায়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করতে ওই বিশ্ববিদ্যালয়ে যান কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। এ জন্য রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবন্দি কেজরিওয়াল সহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ফলে বিষয়টি এখন ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। এতে ঘি ঢেলেছেন জ্ঞানদেব আহুজা। তিনি আলওয়ার জেলার রামগড় আসন থেকে নির্বাচিত বিধায়ক। গত ২২শে ফেব্রুয়ারি আলওয়ারে এক র‌্যালিতে নেতৃত্ব দেয়ার সময় তিনি বলেন, প্রতিদিন ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যবহার করা হয় ২০০০ বোতল মদ, ১০ হাজার সিগারেট, ৩০০০ কনডম। আরও বেশ কিছু জিনিসের বিষয়ে তিনি বক্তব্য রাখেন। তার এমন বক্তব্যের প্রতিবাদে বিধানসভার প্রথম দিনে গভর্নর যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কংগ্রেস সেøাগান দেয়। তখন জ্ঞানদেব আহুজা বলেন, তার কাছে প্রমাণ আছে। তিনি বলেন, এ লড়াই অসুর ও দিব্যশক্তির। এ লড়াই চলবেই।