সাবেক সমাজ কল্যান মন্ত্রীর দাফন সম্পন্ন : জানাজায় জনতার ঢল

pic madhabpur(habigonj) 2হামিদুর রহমান,মাধবপুর থেকে: সাবেক সমাজ কল্যান মন্ত্রী ২১ শে পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠনক এনামুল হক মোস্তফা শহীদের মরদেহ তার নির্বাচনী এলাকা মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাখা হলে তাকে এক নজর দেখার জন্য তার নির্বাচনী এলাকার শত শত মানুষ ভিড় করে। অনেকেই তাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ২ টায় হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের নেতৃত্বে গার্ড অব অর্নার প্রদান করা হয়। নামাজে জানাজার আগে তার প্রতি স্মৃতি চারন করে হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের pic madhabpur(habigonj) 26-02-16সভাপতি , সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহম্মদ আলী পাঠান, সাবেক পিপি আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, সহ সভাপতি রহম আলী, আব্দুর নুর ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এখলাছু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, সহকারী কমিশনার(ভুমি) রফিকুল ইসলাম,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনামুল হক মোস্তফা শহীদের বড় ছেলে নিজামুল হক রানা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা জাতিয় পার্টির সভাপতি কদর আলী মোলা, সাধারন সম্পাদক আক্তার হোসেন মনির, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম কামাল, মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, সাধারন সম্পাদক কাউছার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, পৌর ছাত্রলীগের সভাপতি এমএইচ পাঠান উজ্জল প্রমুখ।
এতে সহস্রাধিক লোক অংশ গ্রহন করেন। চুনারুঘাটে চতুর্থ এবং শায়েস্তাগঞ্জে পঞ্চম জানাজা শেষে তার নিজ গ্রাম উবাহাটা ইউনিয়নের কুটিরগাওঁ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।