পাথর জ্বালালেই ওয়াইফাই চালু

1456347415-1প্রযুক্তি ডেস্ক : পরশ পাথরের ছোঁয়ায় সব কিছু সোনা হয়ে যাওয়ার গল্প শোনেনি এমন মানুষ পাওয়া কঠিন। তবে পাথরের ছোঁয়ায় যে আধুনিক প্রযুক্তির ওয়াইফাই সেবা পাওয়া যাবে এমন কথা কেউ নিশ্চয়ই শোনেনি। বিস্ময়কর হলেও এমন ঘটনাই ঘটেছে জার্মানির একটি মিউজিয়ামে। ঐ পাথরের সামনে গিয়ে আগুন জ্বালালেই চালু হয়ে যাবে ওয়াইফাই সিগন্যাল। মিউজিয়ামের বাইরে রাখা দেড় টন ওজনের পাথরটির এমন ক্ষমতা দেখলে যে কেউ-ই আশ্চর্য না হয়ে পারবে না। তবে পাথরের এই ক্ষমতা ভৌতিক কোনো বিষয় নয়। এটি মূলত তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে। এমন ভাবে এটি তৈরি করা হয়েছে যাতে কেউ ধরতেই না পারে পাথরের ভিতরে কিছু একটা রয়েছে।

যে পাথর নিয়ে এত হইচই সেটা আসলে একটা মামুলি পাথর। বিজ্ঞানীরা পাথরটিকে কেটে এর ভেতরে একটি থার্মো ইলেক্ট্রিক জেনারেটর বসিয়ে দিয়েছে। পাথরের গায়ের কাছে আগুন জ্বালালেই সেটা উত্তপ্ত হয়ে ওঠে। আর সেই তাপকে বিদ্যুতে পরিণত করে। আর এই বিদ্যুত্ মিলতেই মিউজিয়ামের ওয়াইফাই রাউটার চালু হয়ে যায়। সাধারণ পর্যটকরা সেখানে গিয়ে আগুন জ্বালাচ্ছেন আর ওয়াইফাই-এর মজা নিচ্ছেন। পাথরটির নাম দেয়া হয়েছে ‘কিপ এলাইভ’।