সদর উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের উপর মামলা দায়েরে সিলেট জেলা বিএনপির নিন্দা

ষড়যন্ত্রমুল মিথ্যা মামলায় সিলেট সদর উপজেলা ছাত্রদল নেতা এহতেশামুল হক সবুজকে অন্যায়ভাবে আটকের নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে সবুজের মুক্তির দাবীতে সদর উপজেলা ছাত্রদলের শান্তিপুর্ণ মিছিলে পুলিশের নগ্ন হামলা ও উপজেলার সিনিয়র ছাত্রদল নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানান তারা। অবিলম্বে নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্রদল নেতা এহতেশামুল হক সবুজ ও জুয়েল সহ আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবী জানান তারা।
রবিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- যখন সিলেট সদর উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি চলছে সেই মুহুর্তে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধর-পাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। ছাত্রদল নেতার মুক্তির দাবীতে অনুষ্ঠিত শান্তিপুর্ন মিছিলে পুলিশ হামলা চালিয়ে উল্টো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করে সরকারের লাঠিয়াল বাহিনীর ভুমিকায় অবতীর্ন হয়েছে। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও গ্রেফতার পুলিশ প্রশাসনের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারন করে বলেন- এই ধরনের কর্মকান্ড থেকে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিদের বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় যে কোন উদ্ধুদ্ধ পরিস্তিতির সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে।