চুনারুঘাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

we-21চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট-চান্দপুর সড়কের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চুনরুঘাটের চান্দুপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি সিএনজি শহরে আসার পথে দেওরগাছ ব্র্যাক অফিসে সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা বালু বুঝাই একটি ট্রাক সিলেট (ট-১১-০০৭০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই উপজেলার ইনতাবাদ গ্রামের শহিদ মিয়া (৫৫) নিহত হন। এতে আহত হয় আরো ৪ জন। গুরুতর আহত অবস্থায় উপজেলার চান্দপুর বস্তির এলকার আব্দুল হামিদের ছেলে হারুন মিয়াকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর আহত একই এলাকার হাবিবুল্লা ছেলে তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০), সুহেল (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা চুনারুঘাট-চান্দপুর সড়ক প্রায় ১ঘন্টা বন্ধ থাকে। ঘটনার পর ট্রাকের চালক মনির মিয়াকে আটক করা হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।