গয়েশ্বরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাঁদাবাজি!

goyeshworডেস্ক রিপোর্টঃ ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্থানে চাঁদা আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ ব্যাপারে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গয়েশ্বর জানান, আমার নামে ভুয়া একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্থান থেকে চাঁদা দাবি করছে একটি সংঘবদ্ধ চক্র। আশা করছি এ চক্রের বিরুদ্ধে সরকার ও প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। কারণ এ ধরনের চক্রদের আটক করলে অন্যান্য সাধারণ মানুষও উপকৃত হবে। তিনি আরো বলেন, আমার শুধু একটি ফেসবুক আইডি রয়েছে। সেটাও আমি বেশি ব্যবহার করি না। এ চক্রটি আমার মান-সম্মান ক্ষুণ্ন করেছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।