অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন সংশোধন করুন

12419003_1662031974051669_4213443898294348367_o copyঅবিলম্বে অনার্স ১ম বর্ষ (২০১৪-২০১৫) এর সাম্প্রতিক প্রকাশিত পরীক্ষার রুটিন সংশোধনের দাবীতে এম.সি কলেজের অধ্যায়নরত অনার্স ১ম বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালীন সমাবেশে বিভাস চৌধুরীর সঞ্চালনায় এম.সি কলেজের বিভিন্ন বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সৌরভ দেবনাথ, আল জাবের, রুহুল, জসিম, পাবেল, লালন, উজ্জল প্রমূখ। উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন, অনার্স ১ম বর্ষের প্রতিটি পরীক্ষার আগে কমপক্ষে ৩-৪ দিন বন্ধ যেখানে থাকা উচিত ছিল সেখানে পর্যাপ্ত পরিমাণ বন্ধ রাখা হয়নি। এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরসতী পূজার দিনও পরীক্ষা রাখা হয়েছে। যা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। বক্তারা পরীক্ষা না পিছিয়ে পর্যাপ্ত পরিমাণ বন্ধ দিয়ে এবং স্বরসতী পূজার দিনের পরীক্ষা বাতিল ঘোষণা করে সংশোধিত নতুন রুটিন প্রণয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।